দেশ

প্রবল বৃষ্টি বানভাসি মহারাষ্ট্রের পশ্চিমের ৩ জেলা, মৃত ২৭

প্রবল বৃষ্টি মহারাষ্ট্রের পশ্চিমের ৩ জেলা – সোলাপুর, পুনে ও সাঙ্গলিতে প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ১৪ জন সোলাপুর, ৯ জন সাংলি এবং ৪ জন পুনেতে মারা গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। গভীর নিম্নচাপের দরুন গত বুধবার থেকেই মহারাষ্ট্রের পশ্চিমপ্রান্তের জেলাগুলোতে তুমল বৃষ্টি হচ্ছে। প্রায় ২০ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে কর্নাটকেও। রাজ্যের ইয়াদগির, রাইচূড়, বল্লারি, বিদার, বিজয়পুরা, বাগালকোট, বেলাগাভি, দক্ষিণ কন্নড়, উদাপি, উত্তর কন্নড়, গদগ, কোপ্পাল, হাভেরি এবং ধারওয়াদ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুম্বইতেও তুমুল বৃষ্টি হচ্ছে। যার জেরে জলমগ্ন হয়েছে বাণিজ্যনগরীর অসংখ্য রাস্তাঘাট। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা এবং মহারাষ্ট্রের সরকারি আধিকারিকদের যে কোনও পরিস্থিতির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৈরি থাকার আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এখন দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র এবং দক্ষিণ কোঙ্কন উপকূলে অবস্থা করছে। এটি ক্রমশ আরবসাগরের দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সঙ্গে রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হবে মহারাষ্ট্রের ঘাট এলাকা, কোঙ্কন উপকূল এবং দক্ষিণ গুজরাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটে সব রাজ্যেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।