দেশ

জম্মু-কাশ্মীরের ডোডায় ফের ভারী তুষারপাত

 শুক্রবার চলতি মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল কাশ্মীরের সমতল এলাকা। আজও শ্রীনগর ও আশপাশের জেলাগুলিতে তুষারপাত শুরু হয়। দীর্ঘ অপেক্ষা শেষ হওয়ায় এদিন খুশিতে মাতেন সাধারণ মানুষ। শ্রীনগরের পাশাপাশি ডোডা, রামবন, কিশতওয়ার থেকে তুষারপাতের খবর মিলেছে। এর জেরে বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধও রাখতে হয়েছে। এদিকে, জম্মুর সমতল এলাকায় এদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি এদিন জানিয়েছেন, তুষারপাতের জন্য যাতে সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য আগেভাগেই সব ব্যবস্থা করা হয়েছে।