কলকাতা

সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।সোমবার আইনজীবী কৌস্তভ বাগচী ও আইনজীবী ফিরোজ এডুলজি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে কালো তালিকাভুক্ত স্যালাইন ব্যাবহারের ফলে রোগীর মৃত্যু হচ্ছে । অবিলম্বে এই ঘটনার তদন্ত করা হোক । আইনজীবী কৌস্তভ বাগচী এদিন আদালতে স্যালাইন-কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর দাবি, অনেক কালো তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে, যাদের মধ্যে দিয়ে প্রচুর আর্থিক লেনদেন হয় । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার তদন্ত করুক বলে দাবি জানান তিনি । এছাড়াও এই ঘটনায় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারের মাধ্যমে তদন্ত দাবি করেছেন কৌস্তভ বাগচী ৷