সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।সোমবার আইনজীবী কৌস্তভ বাগচী ও আইনজীবী ফিরোজ এডুলজি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে কালো তালিকাভুক্ত স্যালাইন ব্যাবহারের ফলে রোগীর মৃত্যু হচ্ছে । অবিলম্বে এই ঘটনার তদন্ত করা হোক । আইনজীবী কৌস্তভ বাগচী এদিন আদালতে স্যালাইন-কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর দাবি, অনেক কালো তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে, যাদের মধ্যে দিয়ে প্রচুর আর্থিক লেনদেন হয় । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার তদন্ত করুক বলে দাবি জানান তিনি । এছাড়াও এই ঘটনায় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারের মাধ্যমে তদন্ত দাবি করেছেন কৌস্তভ বাগচী ৷