কলকাতা

জিজ্ঞাসাবাদ করলেও অভিষেককে গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেও তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ মঙ্গলবার এই মৌখিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালতে আপাতত স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠালেও গ্রেফতার করতে পারবে না বলে মঙ্গলবার মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন । লিপস অ্যান্ড-বাউন্স সংস্থার ফাইল মামলায় সিএফএসএলে এদিন রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্ট । নিয়োগ দুর্নীতি মামলায় বুধবারই তাঁকে তলব করেছে ইডি ৷ এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী অভিষেক মনুসিংভি জানান, ২৫ অগস্ট ইডি আধিকারিকরা লিপস অ্যান্ড-বাউন্স সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে কোনও অনুমতি ছাড়াই । যা মোটেও তদন্তের বিষয় নয় । অভিষেকের বিরুদ্ধে কোনও আর্থিক তছরুপ, কারও থেকে বেয়াইনি টাকা নেওয়ার মতো প্রমাণপত্র নেই । তবু তাঁকে সমন পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। গ্রেফতারের সম্ভাবনা থাকছে । ইডির তরফে আইনজীবী এমভি রাজু এদিন বলেন, সেকশন পঞ্চাশে সমন পাঠানো মানে কাউকে গ্রেফতার করা নয় । আমরা প্রমানপত্র জোগাড় করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছি । তাঁকে গ্রেফতারের বিষয় আসছে কেন? আমাদের কিছু প্রশ্নের উত্তর দরকার সেই জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন । আদালত নির্দেশ দিয়ে রেখেছে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না সেই জন্য তাকে গ্রেফতারের কোনও অভিপ্রায় নেই ইডির। পালটা অভিষেক মনু সিংভি বলেন, আমাদের ইডির উপর ভরসা নেই। কারণ এটা দুই আইনজীবীর বিষয় নয়। আমরা কিছু চুরি করছি না। আমরা যা বলার পরিষ্কার বলছি। বিচারপতি ইডিকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে তাঁদের চূড়ান্ত বক্তব্য লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন। ১৯ সেপ্টেম্বরের মধ্যে ।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পরেই তাঁকে জিজ্ঞসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তারপর থেকে ইডির জিজ্ঞসাবাদে যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া না হয় সেই বিষয়ে আদালতে বারবার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।”