কলকাতা

সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কেস ডায়েরি তলব হাইকোর্টের

গাড়ি দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট । মৃত তরুণী ইভটিজিংয়ের স্বীকার নাকি এটা নিছক অ্যাক্সিডেন্ট, সেটা জানতেই কেস ডায়েরি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । রাজ্যের আইনজীবীর এদিন দাবি করেন, ভিত্তিহীন অভিযোগ । গাড়ির চালক-সহ মোট তিনজন ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিয়ে জানিয়েছেন কোনও ইভটিজিং হয়নি । সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে বলেন, “২৪ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে । ড্রাইভারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাঁকসা থানায় অভিযোগ দায়ের হয় । কিন্তু, চন্দননগরে সুতন্দ্রার মায়ের করা অভিযোগের কোনও তদন্ত করছে না পুলিশ । কাঁকসা থানা তদন্ত করুক ।” এই বিষয়ে রাজ্যের আইনজীবী পাল্টা বলেন,”সুতন্দ্রার মায়ের যে বয়ান নথিভুক্ত করা হয়েছে তাতে তিনি জানান পুনরায় আর কোনও অভিযোগ করতে চান না । চন্দননগর থানার রিপোর্ট কাঁকসায় পাঠিয়ে দেওয়া হয়েছে ।”এদিকে বিচারপতি ঘোষের এজলাসে কাঁকসা ও চন্দননগর থানার আইসি বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন । কেস ডায়েরি পরবর্তী শুনানিতে জমা দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি । সুতন্দ্রার মায়ের দাবি, জাতীয় সড়কে ইভটিজিং ও মদ্যপান করে গাড়ি চালানোর কারণেই মৃত্যু হয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের । এই ঘটনার স্বচ্ছ ও বিস্তারিত তদন্ত করা হোক । গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটা নাগাদ পানাগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের । উল্লেখ্য, অন্য একটি মামলায় ইতিমধ্যেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে দাবি করেন, সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু গাড়ি দুর্ঘটনার কারণে । ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি । সংবাদমাধ্যম মিথ্যা প্রচার করছে ।