কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে এই মামলায় সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। যা এদিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত, ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে।