বৃষ্টি শেঠ, হাওড়া: করোনার হাত থেকে রেলের কর্মীদের বাঁচাতে আরও শক্তিশালী অটোমেটিক থার্মাল স্ক্যানার বসানো হল হাওড়া স্টেশনে। এটি একটি দূর নিয়ন্ত্রিত থার্মাল স্ক্যানার। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ক্যামেরার মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা সম্ভব হবে। সেইসঙ্গে যাত্রী মাস্ক পড়েছেন কিনা সেটাও জেনে নেওয়া সম্ভব হচ্ছে এই ক্যামেরার মাধ্যমেই। হাওড়া স্টেশনের ক্যাব রোডে ও এগারো নং গেটে লাগানো হয়েছে এমন দুটি অত্যাধুনিক ক্যামেরা। আংশিক লকডাউন উঠতেই হাওড়া স্টেশন চত্বরে ক্রমশ বাড়ছে মানুষের ভিড়। এই ভিড়ে প্রত্যেক জনের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নাও হতে পারে। তাই রেলের তরফে এই ব্যবস্থা করা হয়েছে যাতে দূর থেকেই স্ক্যানারের মাধ্যমে সবটা নিয়ন্ত্রণ করা যায়।