দেশ

কাউ সেস! মদের বোতলে দিতে হবে ‘গরু কর’, হিমাচলের বাজেটে বড়সড় ঘোষণা

শুক্রবার হিমাচল প্রদেশে রাজ্য বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট পেশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৫৩,৪১৩ কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। পাশাপাশি গো-রক্ষার রাস্তায় হেঁটে মদের ওপর কাউ সেস আরোপ করেছে রাজ্য। সরকার মনে করছে, মদের বোতলের উপর ১০ টাকা করের মাধ্যমে ১০০ কোটি টাকা আয় হবে। সেই টাকা গো- রক্ষায় ব্যয় করা যেতে পারে। বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে হিমাচল প্রদেশ ছাড়াও দেশের অন্য রাজ্যেও গরুর উপর কর আদায় করা হয়। সেই তালিকায় রয়েছে পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ও। তিনি বলেন, সব সাইজের বোতলের উপরই ১০টাকা করে ট্যাক্স প্রযোজ্য হবে। এ ছাড়া, অনেক ফাঁকা পদের মধ্যে ৩০ হাজার পদেও নিয়োগের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে বাজেটে।  ইতিমধ্যেই হিমাচলে প্রতি মদের বোতলে ২ টাকা করে ‘গরু কর’ দিতে হয়। প্রাপ্ত অর্থ গোরুর রক্ষণাবেক্ষণ ও গোয়াল সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। সেই পরিমাণই বাড়িয়ে করা হচ্ছে ১০ টাকা করে।