প্রয়াত হলেন প্রখ্যাত অলিম্পিক পদক জয়ী হকি খেলোয়াড় কেশব দত্ত। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি অলিম্পিকে ১৯৪৮ ও ১৯৫২ সালে দুই বার স্বর্ণপদক জয় করেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, হকি বিশ্ব হারাল তাঁর প্রকৃত কিংবদন্তি তারকাকে। মুখ্যমন্ত্রী তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
