কলকাতা

স্পা-এর আড়ালে মধুচক্র, টেলি অভিনেতা সহ গ্রেপ্তার ১৬

কলকাতাঃ রাসবিহারী অ্যাভিনিউ ও তালতলা এলাকায় স্পা পার্লারের আড়ালে চলছিল মধুচক্র।  গোপন সূত্রে খবর পেয়েও এসটিএফ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালায়। দুটি স্পা-তে হানা দিয়ে বাংলা সিরিয়ালের অভিনেতা সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।প্রথমে তল্লাশি চালানো হয় রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা’-তে। সেখান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সাতজন ক্রেতা হিসেবে গিয়েছিলেন সেখানে। তাঁদের মধ্যে একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। অভিযোগ তিনিও নাকি ক্রেতা হিসেবেই ওই মধুচক্রের আসরে গিয়েছিলেন। এরপরই তালতলা থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোড়ের স্পায়ে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। ধৃতদের মধ্যে ২ জন ক্রেতা হিসেবে ওই স্পায়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কয়েকদিন ধরেই অফিসারদের কাছে খবর আসছিল, এরকম বেশ কিছু সেন্টারের আড়ালে দেহব্যবসা চলছে। অল্পবয়সি মেয়েদের এই কাজে নামতে বাধ্য করছে একাধিক চক্র। অভিজাত পরিবারের সন্তানরা এদের নিয়মিত ‘কাস্টমার’। এমন পরিস্থিতিতে গোয়েন্দাদের নজর পড়ে রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদোয়াই রোডের দু’টি স্পা সেন্টারে। শনিবার রাতে সেখানে হানা দেয় এসটিএফ ও গোয়েন্দা বিভাগের অফিসারদের বিশেষ টিম। রাসবিহারী এলাকার স্পা সেন্টারে অভিযান চালানোর সময় ওই অভিনেতাকে অসংলগ্ন অবস্থায় দেখা যায়। এছাড়া তরুণীদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আরও ছ’জন। তল্লাশি শেষে দালাল, খরিদ্দার সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা যায়, এই স্পা সেন্টারে প্রায়শই আসতেন ওই অভিনেতা। সেখানকার বেশ কিছু তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয়ের সুবাদে এখানে সবাই তাঁকে চিনতো। রাতেই তিনি জামিন পান। তদন্তে উঠে এসেছে দালালচক্রের কথাও। পুলিস জানতে পেরেছে, ধরাবাঁধা কয়েকজন এই দুই সেন্টারে নিয়মিত খরিদ্দার ধরে আনার কাজ করত। এছাড়া স্পা সেন্টারের ম্যানেজাররাও সুযোগ বুঝে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করত। খরিদ্দারদের মন টানতে হোয়াটসঅ্যাপে পাঠানো হতো তরুণীদের ছবি এবং টাকার বিষয়টি। পছন্দমাফিক টাইম স্লটও ছিল। বাইরের দুনিয়ার সন্দেহ ও অযথা ভিড় এড়াতে কায়দা করে প্রত্যেকের জন্য বরাদ্দ থাকত আলাদা সময়। সেন্টারের মধ্যে পার্টিশন দিয়ে বানানো হয়েছিল ছোট ছোট ঘর। এভাবেই জাঁকিয়ে বসেছিল ব্যবসা। দু’টি সেন্টার থেকে উদ্ধার হওয়া মোট ১৫ জন মহিলাকে হোমে পাঠানো হয়েছে। ধৃত অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়।