কলকাতা

কলকাতা এবং বিধাননগর এলাকায় বন্ধ করা যাবে না হুক্কা বার, নির্দেশ হাইকোর্টের

কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না, মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট । এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত শহরে হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। যা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, যেহেতু হুক্কা বার নিয়ে রাজ্যের কোনও আইন নেই। তাই হুক্কা বার চলতে পারে। কলকাতা এবং বিধাননগর পুরসভা তাদের প্রশাসনিক এলাকায় হুক্কাবার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইন মেনে নেওয়া হয়নি। তাই পুলিশ হুক্কা বার বন্ধ করার বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না। এদিন বিচারপতি বলেন, ‘কেন মেয়র এমন সিদ্ধান্ত নিলেন? এখান থেকে তো প্রচুর রেভিনিউ আসে। হুক্কায় অন্য দ্রব্য মেশানো হচ্ছে কি না পুলিশ তা অনুসন্ধান করতে পারে। হুক্কায় হার্বাল প্রোডাক্ট ব্যবহার হলে অসুবিধা কোথায়?’ তবে হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করলেও বিচারপতি জানান, ওই সব হুক্কা বারে বেআইনি কিছু হয়ে থাকলে পদক্ষেপ করতে পারবে পুলিশ।