দেশ

ভয়াবহ হামলার ছক, ৩ জঙ্গিকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ

বড়সড় সাফল্য হায়দরাবাদ পুলিশের ৷ শহরে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা বানচাল করে রবিবার তিন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ ৷ ধৃত তিন আইএসআই সন্ত্রাসবাদীর থেকে চারটি গ্রেনেড-সহ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা, পাঁচটি সেল ফোন এবং একটি বাইক উদ্ধার করেছে পুলিশ । এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়েই সমস্ত কর্মকাণ্ডটির সফল রূপায়ণ করেন ৷ ধৃত মালাকপেটের আব্দুল জাহেদ (৩৯) আগেও হায়দরাবাদে ঘটে যাওয়া বেশ কয়েকটি সন্ত্রাসের মামলায় জড়িত ৷ তাঁর সঙ্গে আইএসআই যোগ পেয়েছে হায়দরাবাদ পুলিশ ৷ জানা গিয়েছে, পুনরায় নিজামের শহরে সন্ত্রাসবাদী হামলার ছক কষে এগোচ্ছিল মালাকপেটের আব্দুল জাহেদ, সৈয়দাবাদের মহম্মদ সমীরউদ্দিন (৩৯) এবং মেহিদিপত্তনমের হুমায়ুন নগরের মাজ হাসান ফারুক (২৯) ৷ কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই তাদের গ্রেফতার করল পুলিশ ৷ তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে চারটি গ্রেনেড উদ্ধার করা হয়, যা জাহেদ তার পাকিস্তানের হ্যান্ডলারদের কাছ থেকে পেয়েছিল । কোনও জনসমাবেশ লক্ষ্য করে এই হ্যান্ড গ্রেনেডগুলি বর্ষণের পরিকল্পনা করেছিল সে ৷ হায়দরাবাদ সিটি পুলিশ এই গ্রুপের গোপন কার্যকলাপ সম্পর্কে তথ্য পায় এবং তাদের গ্রেফতার করে পরিকল্পনা ব্যর্থ করে ৷