দেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা সত্বেও হাইড্রোক্সিক্লোরোকুইনে ভরসা রাখছে আইসিএমআর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছিল মৃত্যুর হার বাড়তে পারে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে। তবে সেই বিবৃতি মানতে রাজি নয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। তারা জানিয়েছে এইচসিকিউ-র ব্যবহারে ঝুঁকি কতটা রয়েছে বা এর পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, তা সম্পর্কে অবগত আইসিএমআর। তবে তাঁদের পর্যবেক্ষণ করোনা আক্রান্তদের যেসব চিকিত্‍সক চিকিত্‍সা করছেন, তাদের সুরক্ষার জন্য এইচসিকিউ-র ভূমিকা অস্বীকার করা যায় না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, এইচসিকিউ নিয়ে কাজ চালিয়ে যাবেন তাঁরা। তবে হঠাতই হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করা হয়েছে বলে জানিয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের অন্যতম মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’ গতসপ্তাহে একটি সমীক্ষায় জানায়, অ্যান্টি-ম্যালেরিয়াল এই ওষুধ ব্যবহারে কোভিড-১৯ রোগীদের মৃত্যুর সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে। এমন তথ্য প্রকাশিত হওয়ার পরের সপ্তাহে এমন সিদ্ধান্ত নিয়েছে হু বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস।