জেলা

জেরার পর রামপুরহাট থানার সাসপেন্ডেড আইসির মোবাইল চাইল সিবিআই

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মঙ্গলবার রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামাণিক জেরা করা হয়। সকাল ১০ টা নাগাদ তিনি সিবিআইয়ের ক্যাম্পে প্রবেশ করেন। বগটুই কাণ্ডে সদর্থক ভূমিকা না পালন করায় আগেই আইসিকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। প্রসঙ্গত, রামপুরহাট কাণ্ডে পুলিস আধিকারিকদের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। অগ্নিকাণ্ডের রাতে পুলিস প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল কি না, তা নিয়েও ধন্দ রয়েছে। সিট তদন্ত শুরুর পর পরই রামপুরহাট থানার আইসিকে সাসপেন্ড এবং এসডিপিও-কে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিল রাজ্য। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। সোমবার রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে জেরা করেছিল সিবিআই। আজ, মঙ্গলবার রামপুরহাট থানার সাসপেন্ডেড আইসি ত্রিদীপ প্রামানিককে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়ম অনুযায়ী মোবাইল বাইরে রেখেই সিবিআইয়ের অস্থায়ী দফতরে ঢুকেছিলেন ত্রিদীপ প্রামানিক। তাঁর গাড়ির চালকের কাছে মোবাইল রেখে সিবিআইয়ের দফতরে ঢোকেন তিনি। কিছুক্ষণ পরেই সেই মোবাইল চেয়ে পাঠান তদন্তকারী আদিকারিকেরা। সেই গাড়ির চালক সিবিআইয়ের অস্থায়ী দফতরে গিয়ে মোবাইল পৌঁছে দিয়ে আসে। আগেই আইসি কল রেকর্ড সংগ্রহ করেছিল সিবিআই।