ছত্তিশগড়ে যাত্রী বোঝাই গাড়িতে আইইডি বিস্ফোরণ, আহত ১২
Posted onAuthorবঙ্গনিউজComments Off on ছত্তিশগড়ে যাত্রী বোঝাই গাড়িতে আইইডি বিস্ফোরণ, আহত ১২
ছত্তিশগড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। আজ সকালেই ছত্তিশগড়ের ঘোতিয়ার রাস্তায় পাতা আইইডি বিস্ফোরকে চাপ পড়তেই বিস্ফোরণ হয় একটি গাড়িতে। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।