এগরার খাদিকুলে গিয়ে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে বড় পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এগরায় বাজি বিস্ফোরণ কাণ্ডে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি জানান, ‘যিনি বেআইনি বাজি কারখানা করেছেন তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তিনি মারা যান। যদি কোথাও ফায়ার ক্রাকার দেখেন সঙ্গে সঙ্গে ওসিকে জানাবেন। ওসি ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। আমি সরিয়ে দেব। এখানকার ওসিকেও সরিয়ে দিয়েছি। ইন্টেলিজেন্সের ফেলিওর ছিল। আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি’। এদিন ১১টা নাগাদ তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং পরিবার পিছু একটি
করে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। মমতা নিহতদের পরিবারের সদস্যদের হাতে টাকার চেক তুলে দিয়ে বলেন, ‘‘অন্তত সংসার চালান।’’ মুখ্যমন্ত্রী খোঁজ নেন আরও কারও চিকিৎসার প্রয়োজন আছে কি না। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খুদে সদস্যদের পড়াশোনা চালানোর অসুবিধা হলে সেটাও প্রশাসন দেখবে বলে জানান মমতা। একই সঙ্গে মমতার সংযোজন, ‘আমি মানবিক উদ্দেশ্য নিয়ে এসেছি। অনেকে রাজনীতির জলঘোলা করেছে। আমি রাজনীতি করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, ‘আমরা পরিকল্পনা নিচ্ছি বেআইনি বাজি নিয়ে। সরকার থেকে গ্রিন বাজি কারখানা নিয়ে ক্লাস্টার করব। চাকরিটাও বাঁচবে। ফায়ার ক্র্যাকার বেআইনি। এতগুলো লোককে নিয়ে মরে গেল। আমরা প্রথম থেকেই যোগাযোগ রাখছি’।