জেলা

‘ডিসেম্বরে আমি যদি ছোট্ট করে দরজা খুলে দিই তাহলে দলটা থাকবে না’, শুভেন্দুকে পাল্টা দিলেন অভিষেক

রাজ্য রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ডিসেম্বর মাস। বিরোধী দলনেতা শুভেন্দু প্রায় নিয়ম করে প্রতিটি সভায় ডিসেম্বরে বড় কিছু একটা হবে বলে গলা ফাটাচ্ছেন। শনিবারও ডায়মন্ডহারবারের লাইটহাউস মাঠে এনিয়ে সরব হন। পাশাপাশি, কাঁথিতে শুভেন্দুর বাড়ির নাকের ডগায় প্রভাত কুমার কলেজ মাঠের সভায় অভিষেকের মুখেও সেই ডিসেম্বর মাসের কথা। ডায়মন্ডহারবারে খোলসা করলেন না শুভেন্দু। আর কাঁথিতে ডিসেম্বরের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথির সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। জানেন, আমি যদি দরজা খুলে দিই তাহলে দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়ে রেখেছি। দুঃসময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে লড়াই করেছে, এই সরকারকে ক্ষমতায় এনেছে তাদের সম্মান দিয়ে আমি দরজা খুলছি না। যদি দরজা খুলি তাহলে এই বিজেপি দলটা থাকবে না। বলুন দরজা খুলব? আমারতো মাঝে মাঝে মনে হয় দরজাটা একটু খুলে দিই। আগামী সপ্তাহে খুলি? পাঁচ সেকেন্ডের জন্য! তারপর ফের বন্ধ করে দেব। আমি তো একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই। কিন্তু অনেকে নিষেধ করছে। তবুও দরজাটা ছোট্ট করে খুলে দিই? যারা ভেতরে ঢুকবে, প্রায়শ্চিত্ত করবে। দলের জন্য কাজ করবে তারা যাতে মাথার উপরে ছড়ি ঘোরাতে না পারে তার দায়িত্ব আমার। এদিন শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, দুর্নীতি করে পিঠ বাঁচাতেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। প্রশ্ন ছুঁড়ে দেন, ‘টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে?’ শুধু টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ-ই নয়, বিজেপির ডিসেম্বর ধামাকাকেও এদিন ঠুকেছেন অভিষেক। বলেন, ‘যে বোমা কাঁথিতে ফেটেছে তার লক্ষ্য ছিলাম আমি। এবার বুঝলাম ডিসেম্বর ধামাকা কী!’ প্রসঙ্গত, অভিষেকের সভার আগে ভূপতিনগরে বোমা ফেটে তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জনের মৃত্য়ু হয়েছে। এদিন কাঁথির সভামঞ্চ থেকে বিজেপির ডিসেম্বর ধামাকার পালটা তৃণমূলের ‘বেইমান তাড়াও’ কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। বলেন, ‘কাল থেকে বিশ্বাসঘাতক ও বেইমান মুক্ত মেদিনীপুর পালন হবে।’