দেশ

‘বিজেপিতে যাচ্ছি না’, সব জল্পনা উড়িয়ে বললেন শচীন

গতকাল সকালে হঠাত্‍ করেই নিজের অনুগামী বিধায়কদের সঙ্গে নিয়ে দিল্লি চলে আসেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা সেখানকার কংগ্রেস সভাপতি শচীন পাইলট। তারপরেই শুরু হয় জল্পনা। কংগ্রেসের অন্দরেই প্রশ্ন ওঠে, তবে কি এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো কংগ্রেস ছাড়তে চলেছেন পাইলট। আজ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে পাইলট দেখা করবেন বলেও সূত্রের খবর। তার মধ্যেই কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়েছে দিলেন, বিজেপিতে তিনি যাচ্ছেন না। সোমবার সকালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শচীন পাইলট বলেছেন, ‘বিজেপিতে আমি যাচ্ছি না।’ পাইলটের এই মন্তব্যের পরে প্রশ্ন উঠেছে, তাহলে দিল্লিতে কেন এলেন পাইলট। কেনই বা রাজস্থানের বৈঠকে উপস্থিত থাকলেন না তিনি। অন্যভাবে কি চাপ বাড়ানোর চেষ্টা করছেন তিনি। এদিকে সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি বৈঠকের ডাক দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের তরফে হুইপ জারি করা হয়েছে। যদিও শচীন পাইলট ও তাঁর অনুগামীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই খবর। ইতিমধ্যেই সেই বৈঠক শুরুও হয়ে গিয়েছে। শচীন পাইলট ভয় দেখালেও রাজস্থানে কংগ্রেস সরকারের কোনও ভয় নেই বলেই দাবি করা হয়েছে দলের তরফে। রবিবার গভীর রাত আড়াইটের সময় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দাবি করেছে, তাদের সঙ্গে ১০৯ বিধায়কের সমর্থন রয়েছে। চিঠিতে স্বাক্ষর করে তাঁরা নাকি সেই কথা জানিয়েছেন। আজ সকালে আরও কিছু বিধায়ক চিঠিতে স্বাক্ষর করে সমর্থন করবেন বলেছেন।