দেশ

প্রবল শীতে আজও কাঁপছে উত্তর ভারত, ঘন কুয়াশার জেরে দেরিতে চলছে বিমান-ট্রেন

উত্তর ভারত জুড়ে প্রবল শৈত্যপ্রবাহের খামতি নেই। ভারতের আবহাওয়া দফতর বেশ কয়েকটি এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। এর মধ্যে খুশির খবর হচ্ছে, আগামিকাল থেকে পারদ সামান্য চড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার ভোররাতে চণ্ডীগড়, আগ্রায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ছিল শূন্য। অমৃতসরে যা ছিল ২৫ মিটার। লখনউয়ে স্কুল ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার জেরে গয়া মোটর সাইকেলে একটি গাড়ি ধাক্কা দেওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি শহরের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড ও রাজস্থান। এইসব এলাকায় শৈত্যপ্রবাহ ছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার এই পরিস্থিতিতে বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করেছে আজও। উত্তর রেলের ৩৬টি ট্রেন কুয়াশার জন্য প্রচুর দেরিতে চলছে। সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার এই অবস্থা আগামী ২৪ ঘণ্টা চলবে। বুধবার থেকে সামান্য উন্নতি সম্ভাবনা রয়েছে।