দেশ

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দিল্লি সহ উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট চলবে, সতর্কতা মৌসম ভবনের

ঘন কুয়াশায় বাড়ছে দুর্ঘটনার প্রবণতা। পাশাপাশি বিঘ্নিত হচ্ছে ট্রেন, বিমান পরিষেবাও। বৃহস্পতিবার আবারও উত্তরভারত জুড়ে সতর্কতা জারি করল মৌসম ভবন। ৩১ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে না। তাপমাত্রার পারদ যেমন নিম্নমুখী থাকবে, তেমনই ঘন কুয়াশা, প্রবল শৈত্যপ্রবাহের দাপট চলবে।দিল্লিতে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে আজও দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি ছিল। আজ ১৩৪টি বিমান, ২২টি ট্রেন দেরিতে চলাচল করছে।দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবেও বছরের শেষপর্যন্ত ঘন কুয়াশায় সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশের একাধিক শহরে স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে।