কলকাতা

আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম ভারতে চলবে শৈত্যপ্রবাহ সঙ্গে ঘন কুয়াশা, সতর্কতা করল আবহাওয়া দফতর

ঘন কুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হতে শুরু করেছে দিল্লিতে । সোম, মঙ্গল, পরপর ২ দিন ধরে দিল্লি বিমানবন্দর থেকে একাধিক উড়ান বাতিল করা হয়। দিল্লির পাশাপাশি সোমবার হায়দরাবাদ বিমানবন্দর থেকেও একাধিক উড়ান বাতিল করা হয়। যদিও এই কুয়াশা এখনই শেষ হচ্ছে না। আগামী ৩ থেকে ৪ দিন ধরে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কুয়াশার প্রকোপ থাকবে। এমনই জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। এসবের পাশাপাশি পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে তাপমাত্রা ক্রমশ কমবে। ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের  বেশ কিছু জায়গাতেও হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে বলে সতর্কতা জারি করে হাওয়া অফিস।