বিদেশ

‘আমাকে অপহরণ ও হত্যা করাই আসল উদ্দেশ্য ছিল পুলিশের’, দাবি ইমরানের

পাকিস্তান পুলিশের আসল উদ্দেশ্য ছিল তাঁকে অপহরণ ও হত্যা করা । বুধবার এই অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকইইনসাফের প্রধান ইমরান খান ৷ গতকাল থেকে তাঁর বাড়িতে তীব্র হামলা চলছে বলেও অভিযোগ করেন তিনি ৷ এ দিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইমরান খানের গ্রেফতারি স্থগিত করার নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্ট ৷এ দিকে টুইটে ইমরান লেখেন স্পষ্টতই গ্রেফতার করার দাবিটি নিছক নাটক ছিল কারণ আসল উদ্দেশ্য ছিল অপহরণ এবং হত্যা করা । টিয়ার গ্যাস এবং জলকামান থেকে তারা এখন সরাসরি গুলি চালানোর আশ্রয় নিয়েছে । আমি গত সন্ধ্যায় একটি জামিন বন্ডে স্বাক্ষর করেছি কিন্তু ডিআইজি তা গ্রহণ করতেও অস্বীকার করেন । তাঁদের অসাধু উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন যে গতকাল বিকেল থেকে তাঁর বাড়িতে ব্যাপক হামলা চলছে । ইমরান লিখেছেন পূর্ব পাকিস্তান ট্র্যাজেডি থেকে কোনও শিক্ষা নেওয়া হয়নি ৷ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে কর্মীদের উদ্দেশে এক ভাষণে পিটিআই প্রধান বলেছেন এটা খুব শীঘ্রই আমাদের হাতের বাইরে চলে যাবে যে ধরনের কর্মকাণ্ড ঘটছেবাইরের ছেলেরা শ্রমিক আমার কথা শুনছে না । এখন তাঁদের উপর আমার কোনও নিয়ন্ত্রণ নেই ৷ বর্তমানে বিচার বিভাগ ও কর্তৃপক্ষই শেষ আশা বলে জানিয়েছেন ইমরান ৷ আরও পড়ুন সাত ঘণ্টা যুদ্ধের পরও পুলিশের হাতে অধরা ইমরানপাকিস্তানের সংবাদপত্র ডন তাঁকে উদ্ধৃত করে বলেছে দ্বিতীয় যে আশাটা আমরা দেখতে পাচ্ছি তা হল এই দেশ প্রতিষ্ঠার … আপনার কি পাকিস্তানের প্রতি আগ্রহ আছে নাকি … যে প্রহসন ঘটছে তার অবসান করুন এবং দেশ নিয়ে ভাবুন । এই লন্ডন পরিকল্পনায় কাজ করবেন না । ধ্বংসের দিকে এগোচ্ছে দেশ । এটা আপনাদের সবার কাছে আমার আবেদন যে এখন এই দেশের কথা ভাবুন ৷ তাঁর বাড়ির প্রবেশপথে ল এনফোর্সমেন্ট এজেন্সির উপস্থিতি নিয়ে ইমরান জানতে চেয়েছেন যে তাঁর কী অপরাধ ৷ তিনি বলেন যে তিনি কখনওই আগে এমন ঘটনা প্রত্যক্ষ করেননি ৷ কখনও কোনও রাজনৈতিক নেতার বাড়িতে এমন আক্রমণ হতে দেখেননি তিনি ।”