দেশে এই প্রথম লিথিয়াম খনির হদিস মিলল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায়। ৫৯ লক্ষ টন লিথিয়ামের খোঁজ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এ কথা জানানো হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি এবং মোবাইল ফোনের মতো বৈদ্যুতিন যন্ত্রের চাহিদা ক্রমেই বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি কিংবা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম মূল উপাদান লিথিয়াম অনেকটাই দামি। কারণ, তা আমদানি করতে হয়। এবার দেশে খনির খোঁজ মেলায় লিথিয়াম উৎপাদন আরও সহজ ও সস্তা হবে বলে মনে করা হচ্ছে। খনি মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, লিথিয়ামের পাশাপাশি ৫টি সোনার খনির হদিস পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওডিশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গনাতেও খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। যার মধ্যে পটাশ, মলিবডেনামের মতো খনিজ রয়েছে।