দেশ

নজির গড়ল ইসরো, সবথেকে ছোট রকেটে ৩টি উপগ্রহ নিয়ে সফল উৎক্ষেপণ

 এসএসএলভি-ডি২ রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। ইসরোর মুকুটে জুড়ল নতুন পালক। সবথেকে ছোট রকেটে এদিন তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, সেগুলি হল ইসরোর নিজস্ব ইওএস-০৭, মার্কিন সংস্থা অন্তরিসের জানুস-১ এবং চেন্নাইয়ের স্টার্স্টআপ সংস্থা স্পেসকিডজের আজাদিস্যাট-২। এরমধ্যে আজাদিস্যাট নামক স্যাটেলাইটটি তৈরি করেছে দেশেরই ৭৫০ জন ছাত্রী। এই উপগ্রহটির ওজন ৮.৭ কেজি। শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এই রকেটের। তিনটি উপগ্রহ নিয়ে উৎক্ষেপণ করে রকেটটি। সফলভাবেই তা কক্ষে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসরো। টুইটে ইসরোর তরফে বলা হয়েছে, ‘সাফল্যের সঙ্গে মিশন পূর্ণ হল। এসএসএলভি-ডি২ রকেট ইওএস-০৭, জানুস-১ এবং আজাদিস্যাট-২ উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষে স্থাপিত করেছে।’ ইসরোর তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৯টা ১৮ মিনিটে ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তিনটি মিনি, মাইক্রো ও ন্যান্য়ো স্যাটেলাইট নিয়ে এএসএলভি-ডি২ রকেটের উৎক্ষেপণ করা হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই রকেটটি ৪৫০ কিলোমিটার সার্কুলার অরবিটে ওই স্যাটেলাইটগুলিকে সফলভাবে স্থাপন করে।