রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৮৫০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪ জন। সুস্থ হয়েছেন ৪ লক্ষ ০৯ হাজার ৮৩ জন।