দেশ

রাশিয়ার আয়োজিত ব্রিকস সভায় ভারত ও চিন এক মঞ্চে

ভারতের তরফে ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের বৈঠকে অংশ নেন বিদেশ মন্ত্রকের সচিব সঞ্জয় ভট্টাচার্য। টুইটে তিনি জানিয়েছেন যে, ‘ব্রিকসের এই বৈঠকে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি। এই প্রতিষ্ঠানের সম্ভাবনা, বিভিন্ন কাজের আগ্রগতি, বাস্তব পরিস্থিতি মোকাবিলায় নতুন ধারনা ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।’ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই ব্রিকস গোষ্ঠী গঠিত।গালওয়ান উপত্যকায় ১৫ জুন রক্তপাতের পরেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথাবার্তার পিছনেও প্রয়াস ছিল মস্কোর। গত ২৩ জুন রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভের আয়োজনে রিক বৈঠক হয়। ভার্চুয়াল বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। জয়শঙ্কর বলেছিলেন, ‘বিশ্বের নেতৃত্বদানকারী শক্তির সর্বক্ষেত্রে নজির স্থাপন করা উচিত। কোনও ধারনা বা বিধির শুধু ঘোষণাই নয়, তা বাস্তবায়িত করাই আজ বৃহত্‍ চ্যালেঞ্জ।’ ফাইল চিত্র।