দেশ

লাদাখে আরও ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের

এবার পূর্ব লাদাখে প্রচুর সেনা মোতায়েন করল ভারত। নর্দান কমান্ডের আওতাধীন সন্ত্রাস দমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়। চিনের উস্কানিমূলক আচরণের জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। তবে হঠাত্‍ কেন এই বিশেষ নজরদারি তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, ১৫ হাজার জওয়ানকে সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যাঁরা লে-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই জওয়ানরা পার্বত্য অঞ্চলে ও মরু-পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে বিশেষভাবে দক্ষ। প্রসঙ্গত, গত বছর জুন মাসে চিনের উস্কানিমূলক আচরণের পর ৫০ হাজার সেনা ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। আর এই পরিস্থিতিতে আরও ১৫ হাজার সেনা মোতায়েন করে লাদাখ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।