দেশ

ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে শুরু ‘অপারেশন অজয়’

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে বিশেষ বিমান পাঠনোর ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’।  বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে জানান, “ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন অজয় শুরু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড বিমান-সহ সব ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশের মাটিতে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।” এর পর তেল আভিভের ভারতের দূতাবাসের তরফে জানানো হয়, আগামিকালের বিশেষ বিমানের জন্য প্রথম ব্যাচের ভারতীয়দের নাম মেইল করা হয়েছে। এছাড়াও ইজরায়েলে আটকে পড়া মানুষদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতের দূতাবাস।