আশঙ্কাই সত্যি হল। দ্বিতীয় ইনিংসে একটিও বল করা গেল না। ম্যাচ সেই বৃষ্টিতেই ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে নিলেন। ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট। বৃষ্টিতে ভারতীয় সময় রাত ৯.৫৩ নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্যাট করতে নামতেই পারেনি পাকিস্তান। তাই শেষপর্যন্ত বাতিল করা হল ম্যাচ। দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান। রাত ১০.২৭ পর্যন্ত কাট অফ টাইম ছিল। তারমধ্যে খেলা শুরু করা গেলে ওভার কমিয়ে ম্যাচ হত। কিন্তু বৃষ্টি থামার পর মাঠ শুকোতে এবং খেলার উপযুক্ত করে তুলতে ৪৫ মিনিট সময় লাগত। রাত ৯.৫০ পর্যন্ত বৃষ্টি থামার কোনও লক্ষণ না দেখা যাওয়ায় শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। ড্রেসিংরুমে রোহিত, বিরাটদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় পাকিস্তানের ক্রিকেটারদের। পাল্লেকেলেতে ৯০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। তাসত্ত্বেও পুরো ম্যাচের আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ইনিংসের সময় দু-তিনবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হলেও সেটা ক্ষণস্থায়ী ছিল। কিন্তু প্রথম ইনিংসের ব্রেকেই আবার বৃষ্টি শুরু হয়। রান তাড়া করতে নামতেই পারেননি বাবররা। এরকম হাই-ভোল্টেজ ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ হবেন ক্রিকেটাররাও। ভারতের পরের ম্যাচ সোমবার নেপালের বিরুদ্ধে।