গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। চিন্তায় রাখছে সে রাজ্যের বেশ কয়েকটি জেলা। রাজধানী দিল্লির অবস্থাও বেশ উদ্বেগের। রাজধানীতে গত ১০ দিনে ৭ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৬৩ হাজার ৬৩ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৮৪৮ জন বেশি। দেশে অ্যাক্টিভ কেস বর্তমানে ০.১৫ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে হয়েছে প্রায় আড়াই শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।