গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২হাজার ১৫ জন এবং নতুন করে মৃত্যু হয়েছে ৩,৯৯৮ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মঙ্গলবারের তুলনায় এদিন ৪০ শতাংশ সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬,৯৭৭ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৩,৯০,৬৮৭ জন। ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,১২,১৬,৩৩৭ জন, যার মধ্যে ৪,০৭,১৭০ টি সক্রিয় কেস। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৮,৪৮০। তবে গত একমাস ধরে সার্বিক সংক্রমণের হার তিন শতাংশের নীচে। বুধবার সেই হার ছিল ২.২৭ শতাংশ।