গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। মৃত্যু হয়েছে ৯৩০ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ৫৩৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০ জন। মোট মৃত ৪ লক্ষ ৪ হাজার ২১১। এই রোগে গতকাল পর্যন্ত দেশে মোট ৩৬ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৫৪৮ জনের টিকাকরণ হয়েছে।


