নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার বিনা প্ররোচনায় গোলাগুলি চালানোর ঘটনায় শনিবার পাকিস্তান হাই কমিশনের চার্জ ডিঅ্যাফেয়ার্স-কে তলব করল ভারত। শুক্রবারের সংঘর্ষের ঘটনার কড়া নিন্দা করে বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের শান্তি বিঘ্নিত করতে এবং জম্মু-কাশ্মীরে অস্থিরতা তৈরি করতেই উত্সবের মরশুমকে বেছে নিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখায় ভারী অস্ত্রশস্ত্র, মর্টার ছুড়েছে নিরীহ নাগরিকদর উপর। ভারতে জঙ্গি অনুপ্রবেশের পাকিস্তানের লাগাতার চেষ্টার কঠোর সমালোচনা করে বিদেশ মন্ত্রক বিবৃতিতে পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কোনও ভূমি তারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে পারবে না। শুক্রবার নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাবাহিনী গোলাগুলি ছোড়ে। ভারতের তরফে পাল্টা জবাব দেওয়া হলেও, সংঘর্ষে চারজন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। শহিদ হন পাঁচ নিরাপত্তাকর্মীও। জখম হয়েছেন আরও ১৯ জন।