দেশ

‘ভারত জিতবে, চিন হারবে’, কেন্দ্রের পাশে থাকার বার্তা মমতার

আজকের প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘চিনে গণতন্ত্র নেই, ওখানে একনায়কতন্ত্র। ওরা যেটা মনে করবে, সেটাই করতে পারে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সেটা সুনিশ্চিত থাকলেই  ভারত জিতবে, চিন হারবে। আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছি’। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘টেলিকম, রেল, বিমানে চিনকে ঢুকতে দেবেন না’।