খেলা

পাকিস্তানে এশিয়া কাপ হলে খেলবে না ভারত, সাফ জানালেন জয় শাহ

ভারত-পাকিস্তান সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট স্পর্শকাতর। প্রসঙ্গত, সন্ত্রাস হামলাকে সামনে রেখে ভারত-পাকিস্তান সম্পর্ক এই মুহূর্তে তলানীতে। যদিও সন্ত্রাসের অভিযোগ পাকিস্তান বরাবরই অস্বীকার করে। এই পরিস্থিতিতে ২০২৩ এর এশিয়া কাপের আয়োজন করা হয়েছে পাকিস্তানে। আর সেই সূত্রে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, কোনমতেই ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। আজকে বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি তৈরি হয়। কমিটি নির্বাচনের পর বিসিসিআই এর তরফ থেকে বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন, ২০২৩ এর এশিয়া কাপ খেলতে ভারত কোনমতেই পাকিস্তানে যাবে না। বিগত বেশ কয়েক বছর ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। আইসিসি টুর্নামেন্টে অবশ্য ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। এই পরিস্থিতিতে ২০২৩ এর এশিয়া কাপ পাকিস্তানে হবে বলে শোনা যায়। মনে করা হচ্ছিল, এবার হয়তো ভারত এশিয়া কাপ খেলতে যাবে। কিন্তু সমস্ত জল্পনার অবসান করে জয় শাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ভারতের তরফ থেকে পাকিস্তানে কোন দল পাঠানো হবে না। এক্ষেত্রে তিনি এশিয়া কাপ নিরপেক্ষ জায়গায় করার প্রস্তাব দিয়েছেন। প্রসঙ্গত, জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। সুতরাং তিনি চাইলে সেটা যে একেবারেই অসম্ভব, তা কিন্তু নয়। প্রসঙ্গত ভারতীয় বোর্ডের তরফ থেকে স্পষ্ট ভাষায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সন্ত্রাস বন্ধ হলে তবেই দুই দেশের মধ্যে খেলার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। তবে সন্ত্রাস বন্ধ করার কোন চেষ্টাই হয়নি। বরং ২০০৮ সালের মুম্বাই বিস্ফোরণের পর বদলে যায় ভারত-পাকিস্তান ক্রিকেট মাঠের সম্পর্ক।