দেশ

দ্বিতীয় দফায় মার্কিন বিমানে ভারতে ফিরলেন ১১৯ জন অবৈধবাসী

আমেরিকা থেকে আরও ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান। এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরাল আমেরিকা। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা আছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫৭ জন অবৈধবাসী বহনকারী তৃতীয় মার্কিন বিমানটিও রবিবার অমৃতসরে অবতরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।