দেশ

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা রেলের

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করল রেল। আজ, রবিবার রেল জানিয়েছে, মৃতদের পরিবার পিছু দেওয়া হবে ১০ লক্ষ টাকা। অন্যদিকে, গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা। কম আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল। শনিবার তখন রাত ১০টা। পূর্ণকুম্ভে স্নানযাত্রার জন্য প্রয়াগরাজ এক্সপ্রেস ধরতে হাজির হন বহু পুণ্যার্থী। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনটি। কয়েক হাজার মানুষের ভিড়ে প্ল্যাটফর্ম এমনিতেই ভরে ছিল। অভিযোগ, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এসক্যালেটর ও লিফ্ট বন্ধ করে দেওয়া হয়। ফলে ভিড় উপচে পড়ে ওভারব্রিজে। লাইন টপকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় পড়ে জখম হন অনেকে।  হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। এর মধ্যে রয়েছেন ১১ মহিলা এবং ৫জন শিশু। এই ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পাশে রয়েছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পদপিষ্টে জখমদের সবরকম সহায়তা করা হচ্ছে।’ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আতিশী। হাসপাতালে জখমদের সঙ্গে দেখাও করেন। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।