ভারতে ফেসবুকের প্রধান অজিত মোহনকে সংস্থার বিরুদ্ধে ওঠা এক গুরুতর অভিযোগের ভিত্তিতে ডেকে পাঠানো হয় সংসদীয় প্য়ানেলের সামনে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান কংগ্রেস নেতা শশী থরুর, ফেসবুকের সঙ্গে বিজেপি যোগ ঘিরে যে বিতর্ক কয়েকদিন ধরে উঠছে , তা নিয়ে বেশ সরব হন। বিষয়টি নিয়ে কংগ্রেস বনাম বিজেপির মধ্যে বহু বিতর্ক হয়। ফেসবুক ইন্ডিয়ার অন্যতম এক্সিকিউটিভ আঁখি দাস গোটা বিষয়টির কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন গত কয়েকদিনে। এমন প্রেক্ষাপটে ভারতে ফেসবুকের প্রধান অজিত মোহনকে ডেকে পাঠানো হয় শশী থরুরের নেতৃত্বাধীন সংসদীয় প্যানেলের সামনে। মূলত সংসদীয় প্যানেল জানতে চায়, নাগরিকদের বিষয়ে বা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে ফেসবুক ইন্ডিয়া কী ভাবছে! ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তার বিষয়টিও প্রসঙ্গক্রমে উঠেছে। এদিকে, প্যানেলের তরফে ইলেকট্রনিক্স অ্যন্ড ইনফরমেশন মন্ত্রকের প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হয়। গোটা ঘটনার সূত্রপাত মূলত , এক বিজেপি নেতার পোস্ট ঘিরে। যে পোস্ট উস্কানিমূলক ছিল বলে অভিযোগ ছিল। আর তা নিয়ে ফেসবুকের অবস্থান ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।