বিদেশ

বিয়ে না করে সঙ্গম নয়, বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ, নয়া আইনে সমকামিতাও অপরাধ ইন্দোনেশিয়ায়

বিয়ের আগে সঙ্গম দণ্ডনীয় অপরাধ। স্বামী কিংবা স্ত্রী ছাড়া আর কারও সঙ্গে শারীরিক সম্পর্ক বৈধ নয়। বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক তৈরি হলে যেতে হতে পারে জেলে। বিবাহ-বহির্ভূত সঙ্গম প্রমাণিত হলে এক বছরের কারাবাস হতে পারে। মঙ্গলবার এমনই আইন পাশ হল ইন্দোনেশিয়ার আইনসভায়। নয়া আইনে সমকামিতাও অপরাধ। আইন পাশের পর ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রী ইয়াসোনা লাওলি এই আইনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। এই ধরনের আইনে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলে যে অভিযোগ উঠছে, তাতে কান দিতে নারাজ তিনি। জানান, সব দিক বিবেচনা করেই নতুন এই আইন আনা হয়েছে। নতুন আইনে অভিযুক্তের স্বামী, স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়রা প্রশাসনে অভিযোগ জানাতে পারবেন। শুধু সঙ্গমই নয়, এই আইনে অবিবাহিত নারী-পুরুষদের একত্রবাসও নিষিদ্ধ হবে। ইন্দোনেশিয়াতে সমকামী বিবাহ নিষিদ্ধ, তাই নতুন আইন আসার পর সমকামীরাও চরম সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে। আইনটি ব্যক্তিস্বাধীনতার উপর বড় আঘাত বলে মনে করছেন মানবাধিকার কর্মীদের একাংশ।