বয়ান রেকর্ড করা হল সন্দেশখালিতে আহত ইডি আধিকারিকদের। শনিবার সল্টলেকের যে বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন আছেন সেই হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করে পুলিশ। এদিন হাসপাতালে আসেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা গোস্বামী। দেখা করেন চিকিৎসাধীন আধিকারিকদের সঙ্গে। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, আধিকারিকরা এখন ভাল আছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে।যদিও তদন্ত এখন কোথায় দাঁড়িয়ে আছে সেবিষয়ে তিনি কিছু বলেননি। তাঁর কথায়, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে। ডেভেলপমেন্ট হলে জানানো হবে। এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইডির দুই আধিকারিক অঙ্কুর গুপ্ত, সোমনাথ দত্তকে।হাসপাতাল থেকে বেরিয়ে এদিন ডিএসপি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে।


