আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি সংসদ চত্বরে ৷ ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মারার অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ এই ঘটনায় আহত হয়েছেন বিজেপির আরও এক সাংসদ মুকেশ রাজপুত ৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পাল্টা রাহুল গান্ধি বিজেপি সাংসদদের বিরুদ্ধে তাঁকে ধাক্কা মারা ও অধিবেশন কক্ষে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, তাঁদের প্রবীণ সাংসদ প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধি ৷ আর তার জেরেই আহত হয়েছেন তিনি ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে বিআর আম্বেদকরের নাম নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সংসদ চত্বরের ভিতরে প্রতিবাদ মিছিল করছিল বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লকের সাংসদরা ৷ অভিযোগ, সেই সময় এনডিএ সাংসদরাও একটি প্রতিবাদ মিছিল করছিলেন ৷ সেই দুই মিছিলকে কেন্দ্র করেই দু’পক্ষের সাংসদদের মধ্যে সংঘাত তৈরি হয় বলে অভিযোগ ৷ যদিও, পরবর্তী সময়ে রাহুল গান্ধি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন, “আমি যখন সংসদ ভবনে ঢুকতে যাই, তখন বিজেপির সাংসদরা আমাকে ধাক্কা মেরেছেন ৷ এমনকি আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ৷ সংসদ ভবনে ঢোকার অধিকার রয়েছেন আমাদের ৷” ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান এবং প্রহ্লাদ জোশী তাঁদের দুই আহত সাংসদকে দেখতে দিল্লির আরএমএল হাসপাতালে যান ৷ জানা গিয়েছে, প্রতাপ সারাঙ্গির মাথায় সেলাই পড়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোনে প্রতাপ সারাঙ্গি এবং মুকেশ রাজপুতের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ৷