দেশ

বাড়িতে রাখার বদলে সোনা রাখুন রিজার্ভ ব্যাংকের প্রকল্পে, মিলবে সুদ

সোনাকে বাড়িতে না রেখে বিশেষ সঞ্চয় প্রকল্পে রাখলে মিলবে সুদ। অনেকেই বাড়িতে আলমারির লকারে সোনা রাখতে ভয় পান নিরাপত্তার জন্য, আবার ব্যাংকের লকারে সোনা রাখার অর্থ অতিরিক্ত টাকা প্রতি বছর গোণা। তাই সাধারণ মানুষের সুবিধার্থে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এল বিশেষ প্রকল্প। আরবিআই গোল্ড মানিটাইজেশন স্কিম শুধু আপনার নিজের সোনার ওপরে সুদই দেবে না, তাকে সুরক্ষিত রেখে আপনাকে স্বস্তি জোগাবে। এই স্কিম ঠিক কোনও ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের মত। যেখানে টাকার বদলে জমা রাখতে হবে সোনা। এর বদলে ম্যাচুরিটির সময়ে আপনি পাবেন এর সম পরিমাণ সোনা। মনে রাখতে হবে ম্যাচুরিটির সময়ে সোনার যা দাম থাকবে, তাই দিয়েই নির্ধারিত হবে বিনিয়োগকারীর প্রাপ্য। ব্যক্তিগত ভাবে বা যৌথভাবে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। এই সঞ্চয় প্রকল্প শুরু করা যায় সর্বনিম্ন ৩০ গ্রাম সোনা দিয়ে। এর মধ্যে থাকতে পারে সোনার বার, কয়েন বা গয়না। তবে পাথর ও অন্যান্য ধাতুর ওজন সেখানে বাদ পড়বে।এর কোনও সর্বোচ্চ সীমা নেই। আরবিআই স্বীকৃত কিছু ব্যাংকে এই স্কিম রয়েছে। দুই ধরণের সোনা ডিপোজিট স্কিম রয়েছে। শর্ট টার্ম ব্যাংক ডিপোজিট ও মিডিয়াম অ্যান্ড লং টার্ম গভর্মেন্ট ডিপোজিট।