দেশ

আগামী ২৭ মার্চ থেকে স্বাভাবিক হচ্ছে ভারতের আন্তর্জাতিক উড়ান পরিষেবা

দীর্ঘ সময় পর আবার আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হতে চলেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। পরবর্তীতে অবশ্য সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। মাঝে উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা থাকলেও ওমিক্রনের দাপটে তা আবার পিছিয়ে যায়। অবশেষে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ মার্চ থেকে স্বাভাবিক পরিষেবা শুরু হতে চলেছে। অর্থাৎ ওইদিন থেকে ভারতে কোনও আন্তর্জাতিক বিমান নামা বা ওঠায় কোনও রকম নিষেধাজ্ঞা থাকবে না। আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর থেকে বাধা-নিষেধ উঠে যাওয়ায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই।