দেশ

আগামী মার্চ-এপ্রিল মাসের আগে স্বাভাবিক হবে না আন্তর্জাতিক বিমান পরিষেবা

করোনা ভ্যাকসিন বাজারে আসার আগে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হওয়া কঠিন। জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর মতে, আগামী মার্চ-এপ্রিল মাসের আগে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। পুরী বলেন, কোনও দেশই তাদের আকাশ পথ পুরোপুরি খুলে দেয়নি। ভ্যাকসিন হাতে না আসা পর্যন্ত কোনও দেশই পুরোদমে বিমান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। করোনা পরিস্থিতির কারণে সম্পূর্ণ বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিবহণ। আনলক পর্বে ফের শর্ত সাপেক্ষে বিশেষ বিমান যাতায়াত করছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত স্বাভাবিক বিমান পরিষেবা স্থগিত রয়েছে।