বিজেপি শাসিত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার মেয়াদ বৃদ্ধি করল প্রশাসন
Posted onAuthorবঙ্গনিউজComments Off on বিজেপি শাসিত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার মেয়াদ বৃদ্ধি করল প্রশাসন
প্রশাসন মনে করছে, সোশাবল মিডিয়ায় ঘৃণামূলক বক্তৃতা থেকে শুরু করে এই ধরনের ছবি ও ভিডিয়ো ছড়ানোর চেষ্টা করতে পারে সমাজবিরোধীরা। তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই মণিপুরে ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করার মেয়াদ বৃদ্ধি করল প্রশাসন।