জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন। দুদিন আগেই সেনা কনভয়ে জঙ্গিদের আচমকা হামলায় শহিদ ৫ ভারতীয় জওয়ান। তারপর থেকেই এই দুই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সেই অভিযান আরও জোরালো করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আকাশপথেও গোটা এলাকার উপর কড়া নজর রাখা হচ্ছে। হামলাকারীরা যাতে কোনওভাবেই পালিয়ে সীমান্ত পার করতে না পারে সেই দিকে রাখা হচ্ছে বিশেষ নজর।