দেশ

রাজস্থানে বিএসএফের গুলিতে খতম অনুপ্রবেশকারী

রাজস্থানের বার্মেরে বিএসএফ জওয়ানের গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী । বার্মের জেলায় আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে। সেইসময় গুলি চালায় বিএসএফ। খতম হয় ওই অনুপ্রবেশকারী।