খেলা

ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগের তদন্তের রিপোর্ট দেবে মেরি কমের নেতৃত্বাধীন কমিটি

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৈরি করা কমিটি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত করেছে ৷ সোমবার তারা তদন্তের রিপোর্ট জমা দিতে চলেছে । মহিলা কুস্তিগীররা যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ডব্লিউএফআই সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ৷ কিন্তু তাঁরা এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বলে সূত্র মারফৎ জানা গিয়েছে । যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পর তাঁর ডাব্লুএফআইএর সভাপতি পদ থেকে সরে যাওয়ার দাবি ওঠে ৷ তবে তিনি ডাব্লুএফআইএর সভাপতি পদ ছাড়তে অস্বীকার করেন ৷ ব্রিজভূষণ উলটে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলি মিথ্যে । ব্রিজভূষণ ভারতীয় জনতা পার্টির বিজেপি একজন বিশিষ্ট নেতা এবং উত্তরপ্রদেশের কাসেরগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ।কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বে Mary Kom সাত সদস্যের তদন্ত কমিটি IOA 7member committee বিজেপি সাংসদ এবং ডাব্লুএফআই প্রধানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছিল । অভিযোগের বিষয়টি সংবেদনশীল বিবেচনা করে রিপোর্ট দাখিলের জন্য কমিটি যথেষ্ট সময় নিয়েছে । যদিও তুমুল বিতর্ক সত্ত্বেও ব্রিজভূষণ ডব্লিউএফআইএর সভাপতির পদ ছাড়েননি ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ নাহওয়া পর্যন্ত ব্রিজভূষণ শরণ সিং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানানো হয়েছিল ৷ এমনকী তাঁকে ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা থেকে বিরত থাকতে বলা হয় । এর পাশাপাশি মেরি কমের নেতৃত্বে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও একটি পাঁচ সদস্যের তদারকি কমিটি oversight committee গড়ে তদন্তের স্বার্থে ৷ একের পর এক কুস্তিগীরদের তরফে যৌন হেনস্তার অভিযোগ সামনে আসে ৷ এরপরই দেশের শীর্ষস্থানীয় কিছু কুস্তিগীর এবং এমনকী অলিম্পিয়ানরা যৌন নির্যাতনের অভিযোগের পর ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ৷ সেই দাবিতে তাঁরা দিল্লির যন্তরমন্তরে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করেন । কমন ওয়েলথ গেমসের কুস্তি স্বর্ণপদক বিজয়ী ভিনেশ ফোগতও ফেডারেশনে সভপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন । সূত্রের খবর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন 7সদস্যের কমিটি কুস্তিগীরদের পাশাপাশি ডাব্লুএফআই প্রধানের কথা শুনেছেন । ব্রিজভূষণ শরণ দাবি করেন যে তিনি নির্দোষ ৷ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং তিনি ঠিক এর থেকে বেরিয়ে আসবেন । কুস্তিগীরদের ক্ষোভ প্রশমিত করতে তাঁদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর । আরও পড়ুন মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা “

অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ডব্লিউএফআই সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং