দেশ

ভারতীয় আকাশসীমায় বোমাতঙ্ক! মাহান এয়ারের চিনগামী বিমান দেখেই উড়ল সুখোই

ভারতের আকাশে ইরান থেকে চিনগামী বিমানে বোমা বিস্ফোরণের হুমকি। চূড়ান্ত তৎপর দিল্লি। বিমানটি জয়পুরে অবতরণের পরামর্শ ভারতীয় কর্তৃপক্ষের। তবে সেই, অনুরোধ না মেনেই চিনের দিকে উড়ে গিয়েছেন পাইলট। সূত্রে খবর, ওই হমকি আসার পরেই সতর্ক করা হয় বায়ুসেনাকে । বড় বিপত্তি এড়াতে প্রস্তুতি নেয় ভারত। সোমবার সকালে ইরানের তেহেরান থেকে চিনে গোয়াংঝু যাচ্ছিল এই বিমানটি। সূত্রে খবর, সোমবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ একটি হুমকি ফোন আসে দিল্লি পুলিশের কাছে। বলা হয় ভারতের আকাশসীমার মধ্যে থাকা বিমানে যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। বোমার হুমকি পেয়েই তৎপর হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। ইরান থেকে আসা মাহান এয়ার-এর বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়। সূত্রের খবর, দিল্লিতে অবতরণের অনুমোদন দেওয়া হয়নি বিমানটিকে। দ্রুত জয়পুরে অবতরণ করতে বলা হয় পাইলটকে। সংসবাদ সংস্থা সূত্রে খবর, এয়ার ট্রাফিক কন্ট্রোল-র এই প্রস্তাবে রাজি হননি ওই বিমানের পাইলট। ভারতে অবতরণ না করে বিমান নিয়ে সোজা চিনে চলে যাবেন বলেই পালটা জানান তিনি। মাঝ আকাশে উড়ন্ত বিমানে বিস্ফোরণের হুমকি। বিষয়টি জানানো হয় বায়ু সেনাকেও। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিষয়টি জানতে পেরেই বায়ু সেনার রাজস্থান এবং পঞ্জাবের ঘাঁটি থেকে উড়ান দেয় সুখোই-৩০এমকেআই বিমান। সেই যুদ্ধবিমানই মাহান এয়ার-এর বিমানটিকে কর্ডন করে ভারতের আকাশসীমা পার করায় বলে খবর।