জেলা

ভাঙড়ে নকল সোনার বাট দিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

ভাঙড়ে নকল সোনার বাট বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নকল সোনার বাট দিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। তদন্তে নেমে নকল সোনার বাট-সহ ৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের নাম ইজরায়েল মোল্লা ও সফিকুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানার বড়ালির একটি প্লাস্টিক কারখানার মালিককে ওই সোনার বাট বিক্রি করেছিলেন অভিযুক্তরা। ৩৪ লক্ষ টাকার বিনিময়ে এই সোনার বাট বিক্রি করা হয়। প্রায় ১ কেজি সোনা বিক্রি করেন তাঁরা। জানা গেছে, সোনা বিক্রির পরই ইজরায়েল মোল্লা-সহ তাঁর সঙ্গীরা কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিতে পালিয়ে যান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ দিল্লি থেকে ইজরায়েল মোল্লাকে গ্রেফতার করে। সেখান থেকে ভাঙড়ে নিয়ে আসা হয় ইজরায়েলকে। এরপরই দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।